আকস্মিক বিপদ ও আল্লাহর ক্রোধ থেকে বাঁচার দোয়া


 

আমরা প্রাত্যহিক জীবনের নানান সময়ে এমন সব বিপদের সম্মুখীন হই, যা আমাদের চিন্তায়ও আসে না। সেসব ক্ষেত্রে পূর্বপ্রস্তুতি হিসেবে এমন কিছু দোয়া রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন, যেগুলো নিয়মিত পাঠ করলে আল্লাহ তায়ালা সেসব বিপদ থেকে হেফাজত রাখবেন বলে আশা করা যায়। তেমনি একটি দোয়া হচ্ছে-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحْوِيلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নি’মাতিকা ওয়া তাহওয়ীলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি’য়ি সাখাতিকা।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে।

ইবনে উমার (রা.) বলেন, রাসুল (সা.)-এর শেখানো বিভিন্ন দোয়ার মধ্যে এটি অন্যতম। (আবু দাউদ, হাদিস : ১৫৪৫) 

*

Post a Comment (0)
Previous Post Next Post