আগের চক্রেই জিম্মি ঢাকার বাস খাত

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকার সড়ক পরিবহন, বিশেষ করে বাস খাতে প্রকাশ্যে নেতাদের পরিবর্তন হয়েছে। তবে কৌশলে বড় অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মীয়-স্বজনসহ অন্য ঘনিষ্ঠরা। আর পলাতক এনায়েত চক্রের হাতে রয়েছে অর্ধশতাধিক বাস কম্পানির নিয়ন্ত্রণ। পরিবহন খাতের বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে এ পরিস্থিতির কথা জানা গেছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতন হলেও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও বসুমতি ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান পদে এখনো বহাল আছেন খন্দকার এনায়েত উল্লাহ। তাঁর ৪০টি ব্যাংক হিসাবে ১২৫ কোটি ৭২ লাখ ২৯ হাজার ২৮০ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাঁর নিজের ও স্ত্রী-সন্তানদের নামে ২৩৫টি বাসের দালিলিক প্রমাণ মিলেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, এগুলো গোপনে বিক্রির চেষ্টা করছেন এনায়েত উল্লাহ।

সড়ক পরিবহন খাতে প্রতিদিন গড়ে এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি পালিয়ে দুবাইয়ে অবস্থান করলেও তাঁর চক্রের সদস্যরা কৌশলে বাস খাতের বড় বড় রুটের নিয়ন্ত্রণ নিয়েছেন।

পুরনো চক্রের ছায়া : জানা গেছে, রাজধানীতে চলাচলকারী প্রজাপতি পরিবহন কম্পানির নিয়ন্ত্রণ ছিল পঙ্কজ দেবনাথের হাতে। গত বছরের ৫ আগস্টের পর পঙ্কজ দেবনাথ দৃশ্যপট থেকে দূরে চলে যান।

পরে ব্যবস্থাপনা পরিচালক হয়ে কম্পানির হাল ধরেন পঙ্কজের ডান হাত বলে পরিচিত কে এম রফিকুল ইসলাম। ২০১৪ সালে তিনি বিহঙ্গ পরিবহন কম্পানির পরিচালক ছিলেন। ওই সময় পরিবহনের চেয়ারম্যান ছিলেন পঙ্কজ দেবনাথ। কে এম রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, পঙ্কজ দেবনাথের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমার ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।

ব্যবসার সুবাদে আমিও রাজনীতিতে যুক্ত ছিলাম। তবে আমি কারো ডান হাত নই। এই কম্পানির পরিচালক পদে আছেন রফিকুলের শ্যালক রেদওয়ানসহ পরিবারের একাধিক সদস্য। এভাবে শুধু প্রজাপতি পরিবহন নয়, রাজধানীর উল্লেখযোগ্য পরিবহন কম্পানির নেতৃত্ব আওয়ামী লীগ চক্রের হাতেই রয়েছে। যদিও বিভিন্ন কমিটি থেকে আওয়ামী লীগপন্থীদের সরিয়ে দেওয়া হয়েছে বা পরিস্থিতির কারণে তাঁরা আর আগের পদে নেই। কেউ আছেন জেলে, কেউ আবার প্রাণ রক্ষায় পালিয়ে বিদেশে চলে গেছেন।  পতিত আওয়ামী লীগ আমলে পরিবহন খাতে বড় চক্র গড়েছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। সড়ক পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠন, শাখা সংগঠন ও পরিবহন কম্পানিগুলোর গুরুত্বপূর্ণ পদগুলো ছিল তাঁর চক্রের সদস্যদের দখলে।

পাওয়া তথ্য মতে, আগে গড়ে ওঠা চক্রে সক্রিয় ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দলের এমপি, থানা আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ, যুবলীগের সাবেক নেতাকর্মী, পুলিশের সাবেক কমিশনার ও ট্রাফিক বিভাগের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁরাই পরিবহনে চাঁদাবাজির সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থেকে ফায়দা নিয়েছেন। জানা গেছে, রাজধানীতে অর্ধশতাধিক বাস কম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালক পদগুলোয় সাবেক পরিবহন নেতা খন্দকার এনায়েত উল্লাহর চক্রের সদস্যরা বহাল তবিয়তে আছেন। আগের চক্রের সদস্যরা রয়েছেন মিরপুর-১ ও মিরপুর-১২-এর বিভিন্ন স্ট্যান্ড, গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও ফুলবাড়িয়া টার্মিনাল থেকে চলাচলকারী বিভিন্ন রুটের বাস কম্পানিতে। এসব কম্পানির মধ্যে প্রজাপতি ছাড়াও রয়েছে পরিস্থান, এনা, রবরব, বসুমতি ট্রান্সপোর্ট, মিরপুর সুপার লিংক, শিকড়, বিকল্প অটো সার্ভিস, বিহঙ্গ, রাজধানী, স্বাধীন, অছিম, ইতিহাস, ঠিকানা, রইছ, প্রত্যয় ও ওয়েলকাম। এ ছাড়া আছে মৌমিতা, বৈশাখী, আলিফ, মধুমতি, ইতিহাস, ঠিকানা, ভিআইপি, লাব্বাইক, রাইদা, আয়াত, হিমাচল, ঢাকার চাকা, রজনীগন্ধা ও রমজান পরিবহনসহ বিভিন্ন কম্পানি। 

আওয়ামী লীগ সরকারের পতন হলেও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও বসুমতি ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান পদে এখনো বহাল আছেন খন্দকার এনায়েত উল্লাহ। তাঁর অনুসারী ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির তৎকালীন ক্যাশিয়ার আবুল মুনসুর বুলবুল। এনা পরিবহন দেখভালের পাশাপাশি বুলবুল বসুমতির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন। বুলবুলের হয়ে মাঠে সক্রিয় আছেন সৈয়দ কামরুল হক (দুলাল), আল আমীন, নুরুন নবী (সবুজ), জসিম, আয়নালসহ বেশ কয়েকজন সদস্য। তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আগে থেকেই জড়িত। আবুল মুনসুর বুলবুল কালের কণ্ঠকে বলেন, ৫ আগস্টের পর এনায়েত উল্লাহ চলে যাওয়ায় শূন্যপদ পূরণ করেছি মাত্র। একসময় তিনি ছিলেন আমাদের নেতা। এখন তাঁর সঙ্গে  আমার সম্পর্ক নেই। জানা গেছে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উত্তর অংশের আধিপত্য নিয়ন্ত্রণে এনায়েত উল্লাহর হয়ে কাজ করছেন তাঁর বন্ধু খোকন আহমেদ। তিনি ধানমণ্ডি থানা আওয়ামী লীগ নেতা ও এই সমিতির কার্যকরী সভাপতি ছিলেন। এনায়েত চক্রের আরেকটি অংশের সক্রিয় সদস্য হুমায়ুন কবির তপন। তিনি পল্লবী থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ক্যাশিয়ার ছিলেন। মিরপুরের বিভিন্ন বাস কম্পানি থেকে চাঁদাবাজি করছেন তপন। রাজধানী পরিবহনের চেয়ারম্যান পদে আছেন এনায়েত উল্লাহর বড় ভাই খন্দকার মনির। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া বৃহত্তর মিরপুর অঞ্চলের শাখা কমিটির সহসভাপতি ছিলেন। গাবতলী বাস টার্মিনালের একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন দেলোয়ার হোসেনের হাতে। তিনি শ্রমিক লীগ নেতা কালু শেখের ঘনিষ্ঠজন। দেলোয়ার অছিম পরিবহন কম্পানির চেয়ারম্যান, ইতিহাস ও ঠিকানা পরিবহনের পরিচালনা পর্ষদের সহসভাপতি, মৌমিতা ও ওয়েলকাম পরিবহনের পরিচালনা পর্ষদের পরিচালক, রইছ পরিবহনের চেয়ারম্যান ও প্রত্যয় পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন। বসুমতি ও রাজধানী পরিবহনসহ গাবতলীতে অধিকাংশ বাস কম্পানি তাঁর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি ৫০টি বাস ও ২০টি ভেকুর (মাটি কাটার যন্ত্র) মালিক।





 

*

Post a Comment (0)
Previous Post Next Post